মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম :

ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন সিটি কাউন্সিল নির্বাচনে রোজল্যান্ড ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মারিয়া মুন

মোহাম্মদ আবদুল মতিন:

আগামি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচন। ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন সিটি কাউন্সিল নির্বাচনে রোজল্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশি বংশভুত মারিয়া মুন। ভোটারদের উদ্দেশ্য মারিয়া মুন যে কথাগুলো বলছেন তা পাঠকের কাছে তুলে ধরা হলো:

আমি মারিয়া মোস্তাইন মুন।আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে রোজল্যান্ডস ওয়ার্ড থেকে আসন্ন ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমার বাবা আমাকে একটি কথা বলতেন-
‘তুমি তখনই মানুষ যখন তুমি মানবিক’
এই কথাটি আমার  মনে মন্ত্রের মত  গেঁথে আছে-  তারই ধারাবাহিকতায়  একজন সচেতন নাগরিক হিসেবে আমি কমিউনিটিতে  অ্যাক্টিভলি যুক্ত আছি-

অস্ট্রেলিয়ায় বিগত ১৯ বছর ধরে বসবাস করছি।
আমার  এই ছোট্ট  ব্যস্ত পারিবারিক জীবনের সাথে  সাথে আমি  নিজেকে  কমিউনিটির   বিভিন্ন কাজে  নিয়োজিত  রেখেছি।  একজন সচেতন নাগরিক  হিসেবে  সরাসরি আমাদের  কমিউনিটির বিভিন্ন  কাজের সাথে জড়িত।

আমার কর্ম জীবনের পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে ডোমেস্টিক ভালেন্স  ভিকটিমের জন্য  ইমিডিয়েট বাসস্থান সহায়তা প্রদান করেছি  এবং ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহ করা থেকে শুরু করে আমি বাংলাদেশের সাম্প্রতিক বন্যা দুর্গতদের জন্য এবং বন্যা পরবর্তী  পরিস্থিতি তে  সাহায্যের  কাজে সম্পৃক্ত আছি। আমার সামর্থ্য অনুযায়ী   চেষ্টা করে যাচ্ছি।
আন্তর্জাতিক নারী দিবসে, আমরা কমিউনিটি  বিশ্বজুড়ে নারীদের শক্তি এবং স্থিতিস্থাপকতা উদযাপনের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।  ইভেন্টটি একটি বিশাল সাফল্য ছিল, এবং এটি সম্প্রদায়কে ঐক্য ও সমর্থন প্রদর্শনে একত্রিত করে।

যখন কোভিড-১৯ মহামারী আঘাত হানে,
আমি আমার  কমিটির কাজে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করিনি।  আমি  সিনিয়র সিটিজেন থেকে শুরু করে  নন সিটিজেন  এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে খাবার সরবরাহ শুরু করে প্রয়োজনীয়  সকল ব্যবস্থায়  পাশে থাকার চেষ্টা করেছি-  মেন্টাল হেলথ ইস্যুতেও  সক্রিয়ভাবে প্রতিনিয়ত  যুক্ত থেকেছি।
আমি বিশ্বাস করি  আমার সততা মেধা আর আর ভালো কাজ দিয়ে কমিউনিকে  আরো সম্পৃদ্ধ করতে পারব-  তাই আমাকে আমাকে ভোট  দিয়ে  আমাকে স্বপ্ন পূরণে সাহায্য করবেন ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024