শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

জনগণের মন জয় করে ক্ষমতায় যেতে চাই’

বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, গণতন্ত্রহত্যাকারী ও স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। বিনা ভোটে সরকার গঠন করে গণভবন দখল করেছিলো। আমরা সেই রকম নির্বাচন চাই না। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার মতো দানব আমরা আর দেখতে চাই না।

 

রবিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজারে ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জোর করে দিনের ভোট রাতে, মানুষের অধিকার হরণ করে সেই ক্ষমতা আমরা চাই না। সেই এমপিও আমরা হতে চাই না। আমরা জনগণের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চাই।

 

এসময় তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জনগণের সেবা করবো।

মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা বিএনপি সাবেক যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইউনুস শিকদার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক চৌধুরী আল মামুন, যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024