রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
রবিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজারে ইউনিয়ন যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জোর করে দিনের ভোট রাতে, মানুষের অধিকার হরণ করে সেই ক্ষমতা আমরা চাই না। সেই এমপিও আমরা হতে চাই না। আমরা জনগণের মন জয় করে তাদের ভোটে ক্ষমতায় যেতে চাই।
এসময় তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জনগণের সেবা করবো।
মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা বিএনপি সাবেক যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি ইউনুস শিকদার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক চৌধুরী আল মামুন, যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।