বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টায় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ে এতে শেষ হয়। র্যালি অংশ নেওয়া প্রত্যককে একটি করে টি-শার্ট দেয় সংগঠনটি।
র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।