শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বাংলাদেশে গত বছরের ৫ আগস্ট মাসে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। মঙ্গলবার নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

এদিন মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন পাঠ করেন মিশনের ইমাম মোহাম্মদ আনসার। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ এবং জুলাই নারীদের উপর ভিত্তি করে দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতির প্রেরিত বানি পাঠ করেন প্রথম সচিব (বানিজ্যক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের প্রেরিত বানি পাঠ করে শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।

এরপর জুলাইয়ের দিনগুলো নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত করা হয়। সর্বশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতার ডেপুটি হাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি-হাইকমিশনার সিকদার মোঃ আশরাফুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, উপ-হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম, আয়েশা আক্তার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024