রবিবার, ২৭ Jul ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত ‘ফ্যাসিস্ট, খুনি হাসিনার পতন ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি’ শীর্ষক আরেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি বলেছেন, ‘লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না।
পুলিশের বিষয়ে তিনি মন্তব্য করেন, পুলিশের কোনো পরিবর্তনই হয়নি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আগের সরকারের কোনো জবাবদিহি ছিল না। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার রাস্তায় নেমেছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি নতুন বাংলাদেশ নির্মাণ করার। ’
লোক ভাড়া করে এনে দেশ চালানো যায় না
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই সহজ-সরল কথা আমাদের উপলব্ধি করতে হবে। ’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এখন আমরা জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলবে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন না হলে, আমি প্রতিনিধি নির্বাচন করব কী করে? আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে?’
তিনি বলেন, ‘বাংলাদেশে এখন জগাখিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে; যেগুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। যেমন দেখুন, খুব জোর করে বলছে পিআর পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বুঝেই না যে আনুপাতিক হারে নির্বাচনটা কী? ফলে সাধারণ মানুষ যারা তাদের এলাকায় একজন প্রতিনিধি চায়, তাদের কাজগুলো করার জন্য একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনোমতেই এই পদ্ধতিতে সম্ভব হবে না। ’