শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ

দিনের পর দিন অনাহারে রয়েছে গাজার এক তৃতীয়াংশ মানুষ।

এক বিবৃতিতে জাতিসংঘের খাদ্য বিষয়ক কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার ৯০ হাজার শিশু ও নারী অপুষ্টিতে ভুগছেন। তাদেরকে জরুরি চিকিৎসা সেবা দেয়া প্রয়োজন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তীব্র হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার অপুষ্টিতে আরও নয়জন প্রাণ হারিয়েছেন। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।এদিকে ইসরায়েল দাবি করেছে, গাজায় ত্রাণ প্রবেশে কোনও প্রকার বাধা দেওয়া হচ্ছে না। তারা ওই পরিস্থিতির জন্য হামাসকে দোষারোপ করছে।

শুক্রবার ইসরায়েলের প্রতি ত্রাণ প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে তারা যে মানবিক বিপর্যয় চলছে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানায়।

আরও বলেছে, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা আটকে রাখা অগ্রহণযোগ্য বলেও জানিয়েছে দেশগুলো।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, অনেক আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদাসীনতা ও সহানুভূতির অভাব লক্ষ্য করা যাচ্ছে। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ও গ্লোবাল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছেন, খাদ্য সংগ্রহ করতে গিয়ে ২৭ মে থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, মে থেকে গাজায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। সংস্থাটিতে কাজ করেছেন এমন এক মার্কিন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, তিনি গাজায় যুদ্ধপরাধ হতে দেখেছেন। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024