রবিবার, ২৭ Jul ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ায় আবারও প্লাবিত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ। শুক্রবার (২৬ জুলাই) দুপুরের পর থেকে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দ্বীপের গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেড়ে যায়। এতে বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে যায় এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনের বড় অংশ।

এতে অনেক মাছ ধরার ট্রলারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় হোটেল ব্যবসায়ী আবদুল মালেক। তিনি বলেন, “গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় অনেক ঘরবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। কয়েকটি ট্রলারেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ”সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “দ্বীপের তিনটি বড় পাড়া পানির নিচে তলিয়ে গেছে।

শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় স্থানীয় স্কুলসহ কিছু হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ”এদিকে, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024