রবিবার, ২৭ Jul ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার (২৫ জুলাই) রাত থেকে শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা সংলগ্ন আন্তর্জাতিক পিলার নং ৪৪ থেকে ৪৯ নং পর্যন্ত এলাকাজুড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

হঠাৎ করে সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, চাকঢালা ও দোছড়ি এলাকার জনমনে ছড়িয়ে পড়েছে উৎকন্ঠা। নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওপারের গোলাগুলির ঘটনায় এপারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার জনমনে উৎকন্ঠা ছড়িয়ে পড়লেও এ ঘটনায় এপারে কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। তবে সীমান্তের ওপারে কি ঘটেছে বা কোন হতাহত রয়েছে কি না তা জানা যায়নি।

নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৪ নম্বর ব্যাটালিয়ন কমান্ডারের সাথে কথা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবির জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছে বলে জানান ইউএনও।

সীমান্তের খবরাখবর রাখে এমন সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সরকারবিরোধী বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) রাখাইন প্রদেশের বিপুল অংশ নিজেদের দখলে নিলেও সাম্প্রতিক সময়ে জান্তা সরকারের ইন্ধনে অন্য বিদ্রোহী গ্রুপগুলো আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।

তবে এবারই তারা মুখোমুখি শক্তি পরীক্ষায় নেমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024