রবিবার, ২৭ Jul ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা সংলগ্ন আন্তর্জাতিক পিলার নং ৪৪ থেকে ৪৯ নং পর্যন্ত এলাকাজুড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।
হঠাৎ করে সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, চাকঢালা ও দোছড়ি এলাকার জনমনে ছড়িয়ে পড়েছে উৎকন্ঠা। নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৪ নম্বর ব্যাটালিয়ন কমান্ডারের সাথে কথা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবির জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছে বলে জানান ইউএনও।
সীমান্তের খবরাখবর রাখে এমন সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সরকারবিরোধী বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) রাখাইন প্রদেশের বিপুল অংশ নিজেদের দখলে নিলেও সাম্প্রতিক সময়ে জান্তা সরকারের ইন্ধনে অন্য বিদ্রোহী গ্রুপগুলো আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।