শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
৭ নভেম্বর ছিল এক রাজনৈতিক ভূমিকম্প: আলাল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল: হাফিজ জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি: হামিদুর রহমান মিরপুরে এনসিপির আনন্দ মিছিল বাংলাদেশপন্থা ও ইসলামপন্থার সম্মিলিত প্রয়াসে নতুন দেশ গড়তে হবে: জামায়াত নেতা নজরুল নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট : প্রেস সচিব লিবিয়া থেকে চলতি মাসে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির করলে জনগণই প্রতিরোধ করবে : আইজিপি চলতি সপ্তাহেই যেসব এলাকার নামবে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

তুরস্কে দাবানলে ১০ জন নিহত, আরও ১৪ জন হাসপাতালে

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে তীব্র দাবানলের মধ্যে আটকে পড়ে অন্তত ১০ জন দমকলকর্মী ও উদ্ধারকারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও ১৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি বুধবার (২৩ জুলাই) জানান, দাবানল নেভাতে গিয়ে ২৪ জন দমকলকর্মী আগুনে ঘেরা পড়েন। হঠাৎ দিক পরিবর্তন করা প্রবল বাতাসের তোড়ে আগুন তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে গুরুতর দগ্ধ হন তারা ও হাসপাতালে নেওয়ার পর ১০ জন মারা যান।

নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী ও পাঁচজন উদ্ধারকর্মী বলে নিশ্চিত করেছেন মন্ত্রী ইয়ুমাকলি। স্থানীয় সংবাদমাধ্যম বিরগুন জানায়, আগুনে আটকে পড়া দলটি ‘জীবন্ত পুড়ে মারা যায়’।

শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বেশ কয়েকটি স্থানে তীব্র দাবানল ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড গরম ও ঝড়ো হাওয়ার প্রভাবে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলজুড়ে এই দাবানল ছড়াচ্ছে। এরই মধ্যে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে।

মন্ত্রী ইয়ুমাকলি বলেন, বৃহস্পতিবারও (২৪ জুলাই) উচ্চ তাপমাত্রা ও হাওয়ার গতিপথের হঠাৎ পরিবর্তনের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে। তিনি বলেন, শুক্রবার (২৫ জুলাই) থেকে আমরা অস্বাভাবিক তাপমাত্রা ও তীব্র হাওয়া প্রত্যক্ষ করবো। আমি আবারও ৮৬ মিলিয়ন নাগরিককে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আমি আল্লাহ’র কাছে প্রার্থনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ঘটনার তদন্তে এরই মধ্যে দুজন সরকারি কৌঁসুলিকে নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী ।

চলতি বছর এখন পর্যন্ত তুরস্কে দাবানলে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে এই জুলাই মাসেই ইজমির প্রদেশের ওডেমিস শহরের কাছে আরেকটি দাবানলে এক বৃদ্ধ ও দুই বনকর্মী নিহত হন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025