রবিবার, ০৬ Jul ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
দেশের স্বাস্থ্য খাত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার স্বাস্থ্য সংস্কার কমিশন অফিসে বিএনপির একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।
এসময় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নার্সিং বিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।