বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’ ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস-ফেনীর বন্যা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর এখনো অনেক সুযোগ রয়েছে: ভুটানি রাষ্ট্রদূতকে ড. ইউনূস যারা মাদরাসা শিক্ষার টুটি ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে: ধর্ম উপদেষ্টা ফেনী-পরশুরাম যান চলাচল বন্ধ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা-বাঁধের ১৫ স্থানে ভাঙন অতীতে ক্ষমতাসীনরা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: আব্দুস সবুর

নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস-ফেনীর বন্যা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত হচ্ছে। জেলা শহরের বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অসংখ্য স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বিভিন্ন এলাকা এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানিয়েছে, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। এসময়ে ফেনীর বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে।

বুধবার (৯ জুলাই) নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান আছে। ওই অববাহিকায় আগামী একদিন বা ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী দুদিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হালদা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীগুলোর পানি বাড়ছে। মাতামুহুরীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী একদিন গোমতী নদীর পানি বাড়তে পারে। অন্যদিকে সাঙ্গু ও মাতামুহুরীর পানি কমতে পারে। এর পরবর্তী দুদিন এসব নদীর পানি কমতে পারে।

সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি বাড়ছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি বাড়তে পারে। পরবর্তী দুদিন নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি স্থিতিশীল আছে। আগামী দুদিন পানি বাড়তে পারে। পরবর্তী তিনদিন পর্যন্ত পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়া গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বাড়ছে; যা আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; এসময়ে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে  পারে ।

সুরমা নদীর পানি হ্রাস পাচ্ছে ও কুশিয়ারার পানি স্থিতিশীল আছে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন এই নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। এ অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024