বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’ ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস-ফেনীর বন্যা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর এখনো অনেক সুযোগ রয়েছে: ভুটানি রাষ্ট্রদূতকে ড. ইউনূস যারা মাদরাসা শিক্ষার টুটি ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে: ধর্ম উপদেষ্টা ফেনী-পরশুরাম যান চলাচল বন্ধ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা-বাঁধের ১৫ স্থানে ভাঙন অতীতে ক্ষমতাসীনরা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: আব্দুস সবুর প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী

আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকে বলেন যে এখানে কিছু হবে না। এটা সঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী। অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

তিনি বলেন, তর্ক আছে, বিতর্ক আছে। মতের অমিল আছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে। তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে।
এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। ’মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি।

পাকিস্তান আমল থেকেই এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হলেও, পরবর্তীতে আমরা সেই চর্চা থেকে দূরে সরে গেছি। ’বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বাংলাদেশের তরুণরা মাত্র এক দশমিক ৮৭ শতাংশ রাজনীতিতে আগ্রহী- এমন একটি জরিপ দেখে সকালে মন খারাপ হয়ে গিয়েছিল। তবে এখানে এসে আমাদের আশা বেড়েছে। আমাদের তরুণরা আরও বেশি যোগ্য।

তারা দেশ গঠনে বেশি ভূমিকা রাখতে পারবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024