বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

আইওএস আপডেট করে বিপাকে আইফোন ব্যবহারকারীরা

আইওএস ১৮.৩ সংস্করণ আপডেটের পর বিপাকে পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। ২৭ জানুয়ারি এই নতুন সংস্করণটি উন্মুক্ত করা হয়, যা একাধিক নিরাপত্তা ত্রুটি সমাধান এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধার উন্নয়ন করেছে। অ্যাপল ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য দ্রুত এই আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তবে, আপডেট করার পর বেশ কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

 

এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযোগ করেছেন, আইওএস ১৮.৩ সংস্করণ ইনস্টল করার পর তার আইফোনের ব্যাটারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্য এক ব্যবহারকারী জানিয়েছেন, আগের সংস্করণে নিরাপত্তা ত্রুটির কারণে তারা আইওএস ১৮.৩ ব্যবহার করতে বাধ্য হয়েছেন, তবে এখন ব্যাটারির চার্জ দ্রুত শেষ হচ্ছে।

এ বিষয়ে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপডেট ইনস্টল করার পর প্রথম কয়েকদিন ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া স্বাভাবিক ঘটনা।

এছাড়া, আইওএস ১৮.৩ সংস্করণ আপডেটের পর অনেক ব্যবহারকারী জানিয়েছেন যে, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সুবিধাটি এখন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে, যা আগে ম্যানুয়ালি সক্রিয় করতে হতো।

এর ফলে, আগ্রহীরা আগে শুধুমাত্র এই সুবিধা ব্যবহার করতেন, কিন্তু আপডেটের পর এটি সক্রিয় হওয়ায় কিছু ব্যবহারকারী অস্বস্তি প্রকাশ করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024