শনিবার, ০৫ Jul ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে করার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে দলগুলো।

আজকের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে যে আইনের প্রস্তাব করে কমিশন তাতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল তার বিষয়ে সব দল একমত হতে পারেনি। দলগুলোর প্রস্তাব পরের নির্বাচিত সংসদ এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

বৈঠকে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, পরে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা।

পরে আলোচনা শুর হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের যে প্রস্তাব ছিল তাতে জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করে। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো চারটি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি আট বিভাগে করার পক্ষে মতে দেয়। তবে বিভাগীয় শহরের পরিবর্তে যোগাযোগের জন্য সহজতর এলাকায় করার পক্ষে তারা।

তবে স্থায়ী বেঞ্চ না করে বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব বিএনপির। বিষয়টি নিয়ে এখনো ঐকমত্যে আসেনি দলগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024