বুধবার, ০২ Jul ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম

জুলাই গণ-অভ্যুত্থানে তালিকায় আরও ১০ শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হালনাগাদ তালিকাটি সোমবার গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।

প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন— কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজিজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024