মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম দেড় বছরে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।

শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায়া আসলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের করার কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024