শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৩০ জন নিহত, রেড অ্যালার্ট জারি জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে: সেলিম উদ্দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক চলছে কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা পরিবেশ রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে বাংলাদেশ সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ ইসলাম

মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়: হেলাল

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেছেন দলটি সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাষ্ট্র চায়, পুরাতন দিনের গান আর কেউ শুনতে চায় না। দেশ পরিচালনার জন্য দেশের মানুষ নতুন নেতৃত্ব দেখতে চায়।

রবিবার বরিশাল কোতয়ালী থানা জামায়াতের দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় তিনি আরো বলেন, ১৯৪১ সালে ৭৫ জনকে নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। আজকে বাংলাদেশে তিন থেকে চার কোটি মানুষ সরাসরি এ  আন্দোলনের সাথে জড়িত। নেতৃবৃন্দের উপর গত ১৭ বছরে শত নির্যাতনের পরেও দেশের মানুষের পাশে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

এজন্য দেশের মানুষের আস্থার জায়গায় জামায়াতে ইসলামী। 

বরিশাল নগরীর পাবলিক লাইব্রেরিতে সম্মেলনে হেলাল আরও বলেন, মদিনার সনদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, ইনশাআল্লাহ্। সেখানে থাকবে না মারামারি, হানাহানি, দুর্নীতি, স্বজনপ্রীতি। এজন্য সাধারণ মানুষকে জনে জনে বুঝাতে হবে, দেশের কল্যানের জন্য ইসলামী সমাজের বিকল্প কিছু নেই।

বাংলাদেশে সবার কাছে ডাক্তার শফিকুর রহমান এখন সব থেকে জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। 

কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, মহনগরীর সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, থানা নায়েবে আমির অধ্যাপক গোলাম গোফরান, থানা সেক্রেটারি হাফেজ জাবের আল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024