বুধবার, ০২ Jul ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
চীন সফরের তৃতীয় দিনে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সানঝি প্রদেশ কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে উচ্চশিক্ষা, হাইটেক শিল্প ও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি উঠে এসেছে।
এ তথ্য জানিয়ে বুধবার (২৫ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রাদেশিক পার্টি সদর দপ্তরে।
শায়রুল আরও জানান, বৈঠক শেষে ঝাও ইয়েডি বিএনপি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে চীনা ঐতিহ্যবাহী রীতিতে অতিথিদের আপ্যায়ন করা হয়।