Editor Panel
- ১৯ জুন, ২০২৫ / ৬৭ Time View
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিলো রাশিয়া।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার পথ তৈরি করবে।
বিপরীত মেরুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া
বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং সামরিক হামলার কথাও উঁকি দিচ্ছে।
অন্যদিকে, রাশিয়া তেহরানকে কৌশলগত মিত্র হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতেই পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন, যার শুরুতেই প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।বিশ্লেষকদের মতে, এই উত্তপ্ত পরিস্থিতি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে বিরোধ এবং অবিশ্বাস তৈরি করতে পারে—যা ট্রাম্পের পুনর্নির্বাচনের পর কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল ইরান-ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র : বিবিসি, তাস ও রয়টার্স।