বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ -নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ বিএনপি সমর্থন করে না ইউরোপের প্রতিনিধিরা পিআরের কথা সহজেই বুঝতে পেরেছেন: তাহের জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন:আলী রিয়াজ জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার রমজানের আগেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

ট্রাম্পের মন জিততেই নীতিতে বদল, কর্মীদের যা বললেন জাকারবার্গ

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন এনেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে, বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়ে।

গত বৃহস্পতিবার এক অভ্যন্তরীণ মিটিংয়ে এসব পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন জাকারবার্গ। নিউইয়র্ক টাইমসের ফাঁস হওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের এখন মার্কিন সরকারের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতার সুযোগ রয়েছে, এবং আমরা তা কাজে লাগাব।

” 

মেটার বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ বন্ধের সিদ্ধান্তও ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাকারবার্গ বলেন, “আমরা এমন এক নীতিগত ও আইনি বাস্তবতায় আছি, যেখানে কোনো একটি গ্রুপকে বিশেষ সুবিধা দিলে সেটিকে অবৈধ হিসেবে গণ্য করা হচ্ছে। ”

যদিও ট্রাম্প প্রশাসনের চাপ থাকলেও বিশ্বের বড় কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল ও কস্টকো এখনো তাদের ডাইভারসিটি কর্মসূচি চালু রেখেছে।

সংবাদ আউটলেট ৪০৪ মিডিয়া মেটার আরেকটি মিটিংয়ের অডিও ফাঁস করেছে, যেখানে জাকারবার্গকে বলতে শোনা যায়, “আমি যা বলি, তা মিডিয়ায় ফাঁস হয়ে যায়।

” বিষয়টি নিয়ে তিনি আক্ষেপ করেন। 

এ পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করে মেটা একটি নথি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে, “কেউ যদি মিডিয়ার সঙ্গে কথা বলেন, তবে তাঁকে বরখাস্ত করা হবে। ”

মিটিংয়ের শেষ দিকে জাকারবার্গ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “টিকটক আমাদের বড় প্রতিদ্বন্দ্বী, তবে এ বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই।

” 

এ ছাড়া চীনা এআই অ্যাপ ডিপসিকের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা তাদের এআই মডেল খুব কম দামে উন্মুক্ত করেছে, যা মার্কিন এআই মডেলগুলোর তুলনায় অনেক সস্তা। ”

তবে মেটার নিজস্ব লামা এআই মডেল ওপেনসোর্স হওয়ায় ডিপসিকের সাশ্রয়ী মডেল তাদের ব্যবসায় তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024