শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই : নুর

গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার বিকেলে শ্যামপুর থানার বিক্রমপুর প্লাজার সামনে চব্বিশের গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে আয়োজিত দোয়া ও জনসভায় তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন।

আমরা চাই সামনে যে স্থানীয় ও জাতীয় নির্বাচন হবে, সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। 

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশে গণহত্যা চালিয়েছিল। গত ১৬ বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ-অভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়।

 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ গণ-আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে।
আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন। যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।

আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি। এই জুলাইয়ে দেশে গণহত্যা চালিয়েছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। 

জনসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, কেন্দ্রীয় সদস্য শাহজাহান মিয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব হোসাইন, যুব অধিকার পরিষদের সভাপতি হিরণ মিয়া, গণঅধিকার পরিষদের নেতা বশির মিয়া, হুমায়ুন কবির প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024