মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
পবিত্র হজের আনুষ্ঠানিকতায় মক্কার আরাফাত ময়দানের মসজিদ আল-নামিরাহতে আজ বৃহস্পতিবার (৫ জুন) হজের খুতবা প্রদান করা হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হজের খুতবা পাঠ শুরু করেন শায়েখ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ, যা শেষ হয় ৩টা ৪০ মিনিটে।
হজের খুতবা এবার বাংলাসহ ৩৪টি ভাষায় অনুবাদ করা হয়। এটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।
শায়েখ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ প্রদত্ত হজের খুতবার বাংলা অনুবাদ নিচে তুলে ধরা হলো—
‘আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে, যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ সুবহানহু তায়ালা বলেন, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখেরাতের আবাস আরও উৎকৃষ্ট। আর মুত্তাকীদের আবাস কতই না উত্তম।
দ্বীনের দ্বিতীয় স্তর হলো ঈমান। আর তা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা আমল করা, যা নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সঙ্কুচিত হয়। এর ৭০ এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। যার সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জা হলো ঈমানের একটি বিশেষ শাখা।
ঈমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতা-মাতার সঙ্গে সদাচরণ করা, সত্য কথা বলা, উত্তম ভাষা ব্যবহার করা, অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা।
আল্লাহ সুবহানাহুতালা বলেন, তোমরা আল্লাহর এবাদত করো এবং কোনো কিছুকে তার সঙ্গে শরিক করো না। আর পিতা-মাতা আত্মীয়স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না।
আল্লাহ আরও বলেছেন, হে মুমিনগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তিনি আরও বলেছেন, আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে, যা উত্তম নিশ্চয়ই। শয়তান তাদের মধ্যে বিভেধ সৃষ্টির উসকানি দেয়, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু।
আল্লাহ আরও বলেন, ভালো মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আর এটি শুধু তারাই প্রাপ্য হবে, যারা ধৈর্যশীল ও এর অধিকারী এবং কেবল তারাই প্রাপ্য হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। এ ছাড়া ঈমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে, বিপদ আপদে ধৈর্য ধারণ নেয়ামত লাভের সময় শুকরিয়া আদায় এবং গুনাহ ও অবাধ্যতার পর তওবা ও অনুশোচনা করা। আল্লাহ সুবহানহু তায়ালা বলেন, ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে।
আল্লাহ আরও বলেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেবো। তিনি আরও এরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকে ফিরে এসো। তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন।
ঈমানের স্তম্ভ হলো ছয়টি আর সেগুলো হলো আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার কিতাবের ওপর, তার রাসূলদের ওপর আখেরাত দিবসের ওপর এবং তাকদিরের ভালোমন্দের ওপর ইমান আনা।
আল্লাহ তায়ালা বলেন, বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যিনি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে। আল্লাহ সুবহানহু তায়ালা আরও এরশাদ করেন, নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আর ঈমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয়।
আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, যেখানে তারা চিরস্থায়ী হবে। আরও ওয়াদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহের উত্তম বাসস্থানের আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহাসাফল্য।
আল্লাহ আরও এরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম, তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে জগতের পরিকল্পনাকারী হিসেবে এবং উত্তম গুণাবলি ও সুন্দর নামের অধিক হিসেবে তার প্রতি ঈমান আনা।
তোমাদের রব সেই আল্লাহ যিনি, আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশে উঠেছেন তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারাজিকে তাঁর আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন। জেনে রেখো সৃষ্টি ও কর্তৃত্ব সৃষ্টি এবং হুকুম শুধু তারই সৃষ্টি, যার হুকুমও তার জগৎসমূহের প্রতিপালক আল্লাহ চিরমহীয়ান। তোমরা তাঁকে মিনতি ভরে সঙ্গোপনে ডাকো, নিশ্চয়ই তিনি নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে রাখো—নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটবর্তী। আমরা সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনি।
আল্লাহ তায়ালা বলেন, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসাসহ তাসবিহ পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেগফার করে। আমরা ঈমান আনি, আল্লাহর কিতাবসমূহের ওপর, যার মধ্যে রয়েছে তাওরাত ও ইঞ্জিল আর আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে পূর্ববর্তী সকল কিতাবের ওপর ফায়সালাকারী বানিয়েছেন।
আল্লাহ তায়ালা আরও বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব সদা বিজমান। তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাযিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়নকারী। আর তিনি ইতোপূর্বে মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাযিল করেছেন এবং তিনি ফুরকান, তথা সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন।
আল্লাহ অন্যত্র বলেন, আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাযিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক। আল্লাহ তায়ালা বলেন, আমি আপনার পূর্বে রাসূলগণকে তাদের কাওমের নিকট প্রেরণ করেছি। তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। অতঃপর যারা অপরাধ করেছিল, আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের ওপর রেখেছি। আমরা শেষ দিবস, অর্থাৎ কেয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি।
আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম, তোমরা কি অনুধাবন করো না? আমরা ঈমান আনি যে, আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফায়সালা করেন। সবকিছু তিনি লওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন।
আল্লাহ আরও বলেন, নিশ্চয় আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন, অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন।
নবী (সা.) ইসলামকে ব্যাখ্যা করে বলেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল। আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সিয়াম পালন করবে এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহে হজ করবে। আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লাহে হজ করবে। সুতরাং, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এ বাক্যটি অন্তর্ভুক্ত করে এ কথা বুঝানো হয়েছে, ইবাদত শুধু আল্লাহর হক। এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন করা যাবে না। ব্যয় করা যাবে না, যদিও তিনি হন কোনো ফেরেশতা-নবী-রাসূল-নেককার বান্দা কিংবা অলি-আউলিয়া কারও জন্যই ইবাদত ব্যয় করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে।
আল্লাহ তায়ালা বলেন, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। অন্যত্র আল্লাহ বলেন, আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না, অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, বলুন হে কিতাবীগণ—তোমরা আমাদের ও তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় এসো একটি অভিন্ন কথায় একমত হও যে, আমরা আল্লাহ ছাড়া আর কারও এবাদত করব না। তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাব না, যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। এর মাঝেই রয়েছে আত্মসম্মান, কেননা বশ্যতা স্বীকার আল্লাহ ছাড়া আর কারও জন্য হবে না।
আল্লাহ আরও বলেন, যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান, তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই। আর যদি তিনি আপনার কল্যাণ চান, তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেয়ার মতো কেউ নেই। তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আর মুহাম্মদ (সা.) হলেন আল্লাহর রাসূল, এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা, তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবেই অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজেই আল্লাহর ইবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে, আল্লাহর ইবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এবাদত করতে হবে।