বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
এতে জাতীয় পতাকা ও ইসলামী ছাত্রশিবিরের পতাকা হাতে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা অংশ নেন। মিছিল শেষে নগরীর শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির মহানগরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজের সভাপতি মেহেদী হাসান ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হয়নি। তারা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল করার চেষ্টা করলেও অনেকে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা ক্যাম্পাসগুলোকে নিয়েও ষড়যন্ত্র করছে।