বুধবার, ০২ Jul ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় উপলক্ষে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও এটিএম আজহারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মে) বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মিম্বরের পাশে দাঁড়িয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বলেন, আমরা এই ঐতিহাসিক রায় নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করবো না। মানুষের ভুল-ভ্রান্তি হয়, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। এটিএম আজহারুল ইসলামের হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, এ রায় আমরা পেয়েছি জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
এসময় এটিএম আজহারের ছেলে তাসনিম আজহার সুমন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আইনজীবী প্যানেল এবং সব শুভানুধ্যায়ী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই রায় সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাইয়ের গণআন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
তিনি সবার কাছে তার পিতার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া চান।