বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে ।

তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024