বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
যশোরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস ইসলাম। প্রশিক্ষক হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেন, সামনের পথ মোটেও মসৃন না।
তারেক রহমান বলেন, জনগণের বিপুল একটি অংশ বিশ্বাস করে, সামনের দিনে যদি ভালো কিছু হয়, সেটা বিএনপির নেতৃত্বেই হবে। দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও বাকস্বাধীনতার জন্য বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। তাই আজ বিএনপি নেতা-কর্মীদের দায়িত্ব অনেক বেশি। তিনি বলেন, ৩১ দফার মাধ্যমে দেশের শুভ পরিবর্তন ঘটাতে হবে। তবে কোন যাদু বা ম্যাজিকের মাধ্যমে এই পরিবর্তন হবে না। এই পরিবর্তনের জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত হতে হবে, মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।
দেশ ও দেশের মানুষের কল্যাণে বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বে অর্ধশতাব্দির ইতিহাস পর্যালোচনা করে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন কেউ এ সত্য অস্বীকার করতে পারবে না। শুধু যুদ্ধের ডাক দিয়েই তিনি বসে থাকেননি, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন, অস্ত্র হাতে নিজে যুদ্ধ করেছেন। পরে মানুষ যখন দেশ গঠনের দায়িত্ব তাঁকে দিয়েছে, তিনি শ্রমিকের পাশে গেছেন, কোদাল হাতে খাল খনন করতে কৃষকের পাশে থেকেছেন, উৎপাদন বৃদ্ধি করেছেন।
তিনি বলেন, পরবর্তীতে দেশের মানুষের ওপর আবার যখন স্বৈরাচার চেপে বসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে সক্রিয় থেকে সংগ্রাম করেছেন। ১৯৯১ সালে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে তারও প্রতিদান দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অপরপক্ষে আমরা দেখেছি, একটি রাজনৈতিক দল দেশের মানুষকে যুদ্ধে মুখে ঠেলে দিয়ে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গেছে। আবার স্বাধীনতা যুদ্ধের সময় কাউকে দেখেছি বাংলাদেশের মানুষের এযাবতকালের সবচাইতে বড় যে অর্জন স্বাধীনতা, সরাসরি তার বিরোধীতা করতে।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটা সংকটকারীন মুহুর্তে বিএনপি দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের মানুষও বিএনপির ওপর আস্থা রেখেছে। যখনই একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির প্রতি দেশের মানুষের এই যে আস্থা, তা ধরে রাখার দায়িত্ব বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর।