মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছেই

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তারা।

এদিকে, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা হেঁটে গন্তব্য যাচ্ছেন বলে জানা গেছে।

গত ২৭ মার্চ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে গত বুধবার (১৪ মে) থেকে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই দাবিতে রোববার সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে আজও জড়ো হয়েছেন তারা।

তাদের অভিযোগ, ২০২০ সালে তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছে।

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024