বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শিক্ষকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার (১৫ মে) এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায়সংগত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সংগত সমাধান খুঁজে বের করা সরকারের উচিত ।

তাই ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করার মাধ্যমে তাদের দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024