বুধবার, ৩০ Jul ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১ মে) মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০) ও সানি(২৬)।
এদের মধ্যে চুরির মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।