রবিবার, ০৬ Jul ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

জুলাই-আগস্টের সমস্ত শক্তিকে একসাথে কাজে লাগাতে হবে : আদিলুর রহমান খান

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ৫ আগস্ট শক্তির মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা হতে দেয়া যাবে না। আগস্টের সমস্ত শক্তিকে একসাথে থাকতে হবে। যেনো ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে। যেনো অন্য কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানোর সুযোগ না পায়। সাহস না পায়।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ যে প্রতিরোধ গড়ে তুলে ছিল। সেই প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে আছে। সারা পৃথিবীর তরুণরা যখন সংগ্রাম করবে তখন বাংলাদেশের তরুণদের মত করবে।

ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুন্সিগঞ্জে নিহত ১৬ জনের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024