মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

মাগুরার শিশুটির মৃত্যুতে সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি : ডা. শফিকুর রহমান

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে আট বছর বয়সী শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিধ্বস্ত পরিবারকে কোন ভাষায় সান্ত্বনা দেবো সে ভাষাটিই হারিয়ে ফেলেছি।

তিনি বলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন।

দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্মদিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।

তিনি বলেন, মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন শিশুটির বাবা-মা ও আপনজনসহ বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।ডা. শফিকুর রহমান বলেন, আসুন, মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সোচ্চার হই। ধর্ষকদের ঘৃণা ও বয়কট করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024