শনিবার, ০৫ Jul ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

বিজিবি মৌলভীবাজারে দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জব্দকৃত ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮ শত ৭০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ বিজিবির সেক্টর সদর দপ্তরে এ সকল মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ২০২২ সালের ২১ আগস্ট থেকে থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় নাসিরুদ্দিন বিড়িসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮ শত ৭০ টাকা।

বৃহস্পতিবার সকালে বিজিবির সেক্টর সদর দপ্তরে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এ এস এম জাকারিয়া, সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয়ের উপকমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার জেলক প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সোহাগ মিলু, বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024