সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা-স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক আবহের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে নিজের জীবনে এই মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।

তারেক রহমান বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে। তারা তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সারাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক নারীর উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যে কোনো পুরুষের মতোই ভোগ করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে আমি পুনরায় বলেছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মতো আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়।তিনি আরও বলেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনা স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, আমাদের ‘পারিবারিক কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা। একসঙ্গে আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024