বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ডা. শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে যান। এ সময় তিনি গোটা মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামের আমিরসহ অন্য নেতৃবৃন্দ চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজ স্বাধীনতার ৫৪ বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এ দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুণ।