বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে চারদিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জুলাই গণঅভ্যুথানের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতিও আকাশ।
১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের এসপি এবিএম জাকির হোসেন বলেন, ‘আমরা চারদিনের রিমান্ড চেয়েছিলাম।