মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :

আবু সাঈদ হত্যা: বেরোবি ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড

জুলাই গণঅভ্যুথানে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুর পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে চারদিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ১৫ ফেব্রুয়ারি আকাশকে জামালপুরের ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জুলাই গণঅভ্যুথানের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতিও আকাশ।

১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী একটি হত্যা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। এছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় আছে। 

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের এসপি এবিএম জাকির হোসেন বলেন, ‘আমরা চারদিনের রিমান্ড চেয়েছিলাম।

আদালত তিনদিন মঞ্জুর করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলন দমন করতে এবং আবু সাঈদ হত্যার দিন অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন আকাশ। এ ধরনের বেশ কিছু ভিডিও ও স্টিল ছবি আমাদের কাছে আছে। জিজ্ঞাসাবাদে ওই ঘটনার ভেতরের অনেক কিছুই আরও জানতে পারব বলে মনে করছি। নিয়ম মেনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024