শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

পাচারের উদ্দেশ্যে জিম্মি টেকনাফে গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৪৪ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, তথ্য ছিল সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনগত মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা ওই পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৪৪ জনকে উদ্ধার করেন।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহিন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোট যোগে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন বলে জানা যায়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025