বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: গাজী আতাউর পিআর হলে এমনও হতে পারে, দেশে কোনো সরকার গঠনই হবে না: মোশাররফ চট্টগ্রামের সংঘর্ষ বিএনপি সহজভাবে নিচ্ছে না: আমীর খসরু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ব্যবসায়ী হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার ৪ স্মারকলিপি নিয়ে যমুনায় যুগপৎ আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিদল ৫ দফা দাবি ১১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ‘নো হাংকি পাংকি’, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই: ডা. তাহের অ্যাটর্নি জেনারেলের পদে থেকে নির্বাচন করতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের মতো অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে: শিবির সভাপতি

বর্তমানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এদিন ওই কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের ওপর বক্তব্য দেন জাহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে তাদেরও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হবো। আর ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।

শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করতো তাহলে ছাত্রশিবিরের এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে।

তিনি বলেন, আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের বাব-মাও তোমাদের সেটা বলে।

সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সাবেক সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খানসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025