শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

রাঙ্গামাটিতে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

রাঙ্গামাটির বরকলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার এরাবুনিয়া এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূষণছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, এ এলাকায় এত বড় অজগর আর দেখা যায়নি। অজগরটি একটি ছাগল খেয়ে ফেলে।

রাঙ্গামাটি বন বিভাগের বরকল রেঞ্জের সহকারী রেঞ্জার আনোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বরকল রেঞ্জে পর্যবেক্ষণে রাখেন। পরে সন্ধ্যায় সাপটিকে বরকল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে। তবে সাপটিকে টানাহেঁচড়া করার কারণে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। সাপটি যেখানে অবমুক্ত করা হয়েছে সেখানে স্থির হয়ে আছে। আমরা সাপটিকে পর্যবেক্ষণে রেখেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025