সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

দেশের সব আয়নাঘর জাতির সামনে উন্মোচনের দাবি

দেশের সবগুলো আয়না ও গুম ঘর জাতির সামনে উন্মোচন করাসহ ছয় দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে ভয়েস ইন ফোর্সড ডিসাপিয়ার্ড পার্সন (ভোয়েড) নামে একটি সংগঠন।

মানববন্ধনে বক্তৃতা দেন ভোয়েড সমন্বয়ক ইমরান হোসেন, আবদুল কাইয়ুম ও আলামিন। এ ছাড়াও গুম হওয়ার পর উদ্ধার ও বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা বক্তব্য দেন।

 

বক্তৃতায় ভবিষ্যতে গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ, গুমের ঘটনার বিচার, মিথ্যা মামলা থেকে ভুক্তভোগীদের অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

মানববন্ধনে ২০১৮ সালে ঢাকার নতুন বাজার থেকে গুম হওয়া রেজাউল করিম অভিযোগ করে বলেন, তার বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই ঘটনায় তাকেও গুম করা হয়। ১৩ দিন গুম করে রাখার পর জঙ্গি সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে জামিনে আছেন তিনি। দেশে আর কোনো স্বৈরাচার যে আয়নাঘর, গুম নাটক করতে না পারে, তার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

গুমের শিকার কাইয়ুম হাওলাদারের অভিযোগ, মামলার সাক্ষী না হওয়ায় তাকে ৪ মাস গুম করে রাখা হয়। বরিশাল বিভাগে এভাবে ৫০ জন আছে, যারা গুম ও মিথ্যা মামলায় আসামি হয়েছেন।

 

তাদের দেওয়া ছয় দফা হলো-গুম সেল, আয়না ঘরসহ সকল গুম সেল জাতির সামনে উন্মোচন এবং সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রবেশাধিকার নিশ্চিত করা। গুম, খুন ও গণহত্যায় জড়িত আওয়ামী নেতাকর্মীসহ সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। এসব নির্যাতনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। গুম ও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাস বিরোধী কালো আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024