মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
ভারত ও পাকিস্তানকে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। পহেলগামে হামলার পর দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
এমন পরিস্থিতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা আশা করছি দুই পক্ষ এমন পদক্ষেপ নেবে যা উত্তেজনা কমাবে। দেশ দুইটির সীমান্তে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা পর্যবেক্ষণ করছি।
পেসকভ বলেন, ভারত আমাদের কৌশলগত অংশীদার। পাকিস্তানও আমাদের অংশীদার। আমরা দিল্লি এবং ইসলামাবাদ উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ককে মূল্যবান বলে মনে করি।
গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উভয় পক্ষের সঙ্গে ফোনে কথা বলার পর মস্কো জানিয়েছিল তারা মধ্যস্থতা করতে প্রস্তুত।
এদিকে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনায় মালয়েশিয়া সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
পহেলগামের ঘটনার পর পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি সে সম্পর্কে আমি অবগত আছি। পরিস্থিতি দ্রুত শান্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়ায়ও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনোমতেই আরেকটি যুদ্ধ চাইছে না আন্তর্জাতিক সম্প্রদায়।
সূত্র: জিও নিউজ