সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সব সংকটে পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এস এম ফরহাদ লেখেন, ‘শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন- আপনাদের অপচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন।’
তিনি আরও লেখেন, ‘স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।’
এস এম ফরহাদ আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের সংকটময় সময়ে যেমন নারী শিক্ষার্থীরা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, এবারও তার ব্যতিক্রম হবে না।