শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশ তিনি এই আহবান জানান।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্র নিয়ে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, পতিত সরকারের দোসরদের ছাড় দেয়া যাবে না।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন’র সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সাম্প্রতিক সময়ে জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে যোগ দেন। কানায় কানায় ভরে ওঠে পুরাতন বাস স্টেশন।