শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১১ জনের, আহত অন্তত ৪০

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন পুণ্যার্থী, আহত হয়েছেন অন্তত ৪০ জন। গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার নবাব-হাট ফাগুপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হুগলি জেলার তারকেশ্বর থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল অভিমুখে পুণ্যার্থী বোঝাই একটি বাস যাচ্ছিল।

আনুমানিক সকাল ৭টার দিকে ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা ১১ জনকে মৃত ঘোষণা করেন।

বাকি আহতদের মধ্যে অনেককে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, সবাই বিহারের বাসিন্দা। গঙ্গা স্নান ও পূজা শেষে ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কে ট্রাকগুলো বিপদজনকভাবে দাঁড়িয়ে থাকে এবং পুলিশ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয় না।

দুর্ঘটনার সময়ও এমন একটি ট্রাক দাঁড়িয়ে ছিল, যা এই প্রাণহানির মূল কারণ বলে দাবি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024