শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আত্মশুদ্ধি অবহেলিত ফরজ মামদানিকে আইএসের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছিলেন কট্টর ডানপন্থি মার্কিন প্রভাবশালীরা চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল সমাবেশ ঝিনাইদহ-২ আসনে আমাকে চূড়ান্ত সমর্থন দিতে বিএনপিতে আলোচনা চলছে:রাশেদ খান ফরিদপুর -বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫ বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে: রিজভী বিএনপির র‍্যালিতে খাঁচায় বন্দী ‘ভোট চোর’ উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ:প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি

মিশর-জর্ডান-লেবানন-সিরিয়া নিয়ে ‘গ্রেটার ইসরায়েল’ চান নেতানিয়াহু

মিশর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের বিশাল অংশেরসঙ্গে পুরো ফিলিস্তিন এক করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাকরতে চেয়েছেন দখলদার দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে এই বিষয়ে সম্মতি দেন তিনি

জানা গেছে, মঙ্গলবার নেতানিয়াহুকে কৃথিত গ্রেটার ইসরায়েলের মানচিত্রওয়ালা একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন তখন নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে নেতানিয়াহু বলেন, খুব করে চাই

দখলদার এই প্রধানমন্ত্রী আরও জানান, তিনি একটি ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। তার দাবি, বহুপ্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে ও আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার ইসরায়েল বলতে ১৯৬৭ সালের জুনের ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকাগুলোবোঝায় পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা,সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি এর অন্তর্গত

নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির অগ্রদূত জেইভ জাবোতিনস্কিসহ শুরুর দিকের নেতৃস্থানীয় জায়নবাদীদের অনেকেই বর্তমান ইসরায়েল, গাজা, পশ্চিম তীর ও বর্তমান জর্ডানকে বোঝাতে গ্রেটার ইসরায়েল শব্দটি ব্যবহার করতেন।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে বলেন,এমন একদিন আসবে, যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী (ইরাক) পর্যন্ত বিস্তৃত হবে।

তিনি বলেন, ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন, তারা আমাদের বন্ধু। আমাদের পিছনে ভূমধ্যসাগর ও সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন ও আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা ও সিনাইও দখল করবো ও এই স্থানগুলোকে শুদ্ধ করব।

গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচও বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তারা ইসরায়েলের পরিধি সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত নিয়েযাবেন

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025