বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
একটি দলের নেতারা পিআর বোঝেন ঠিকই, মানতে চান না: জামায়াতের নায়েবে আমির মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ১২৩ মিশর-জর্ডান-লেবানন-সিরিয়া নিয়ে ‘গ্রেটার ইসরায়েল’ চান নেতানিয়াহু মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা জামায়াতের এমপি প্রার্থী হতে চান যেসব আইনজীবী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন : আমীর খসরু

একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, সেই রাজনৈতিক দল নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছে বা বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছে। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নিজেদেরটা আড়াল করে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।
তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। বরং নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।তিনি আরও বলেন, বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে।

কারো পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয় দাবি করে রিজভী বলেন, আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত না। আমাদের সমাজ ওই স্তরে নেই, যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ আছে। এখন যারা এই কথা বলছেন, আমার মনে হয় এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আছে বলে মনে করি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024