সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ৪৬৬ ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই, তবে পিআর পদ্ধতি চাই: ডা. তাহের আইনশৃঙ্খলা রক্ষা নয়, অপরাধে নীরব দর্শক সরকার : মামুনুল হক ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে এনসিপিসহ ১৬টি দল উত্তীর্ণ, বাড়তে পারে সংখ্যা পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করলো সরকার দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি। আগে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটতে থাকলে লোকজন প্রতিহত করতো, যেন ঘটনাটা না ঘটে। আজকাল এই জিনিসটি কমে গেছে, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু সে যদি মোবাইলটাও তার দিকে ছুড়ে মারে, ওটাও একটা ইমপ্যাক্ট হয়।

‘কিন্তু আমাদের দেশে এটা কিন্তু কমে যাচ্ছে। জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ সেটা প্রতিহত করছে না। গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা ঘটুক আমাদের সমাজে, কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটি ঘটেছে।’

তিনি বলেন, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের হয়তো বেশিরভাগকেই আইনের আওতায় এনেছি। কিন্তু যে জীবনটা চলে গেলো সেটার তো ক্ষতিপূরণ হবে না। জড়িতরা যেন শাস্তি ভালোভাবে পায়, এজন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করবো।

গাজীপুরের ঘটনা স্পষ্ট হয়েছে ভিডিও ফুটেজে। এরপর ৭ থেকে ১৪ দিনের মধ্যে এটার চার্জশিট দেওয়া সম্ভব কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চার্জশিটটা যত দ্রুত দেওয়া সম্ভব আমরা চেষ্টা করছি। আমরা দ্রুত দিয়ে দেবো। আরও কয়েকজন আসামি ধরা কিন্তু বাকি রয়ে গেছে।

পুলিশের এখনো মনোবলের ঘাটতি রয়েছে। এজন্য নানান ধরনের ঘটনা ঘটছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কি পরিস্থিতিটা পেয়েছি? এমন পরিস্থিতি কি কখনো বাংলাদেশে হয়েছিল? পুলিশ কাজে যোগদান করছে না, আনসার বিদ্রোহ করছে, অন্যান্য বাহিনী অত সক্রিয় নয়। সেটা থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটা আশা করেছিলাম যে, অতটা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছেছি। এছাড়া আমাদের আরও কিছু সময় রয়েছে। এ সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। আশা করছি, এটা (নির্বাচন) ভালোভাবে করতে পারবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024