শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) নবম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এআই মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে- এতো না সোশ্যাল মিডিয়ার একটা মাধ্যম।
নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ড্রোন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ড্রোন এবং কোয়ার্ডকপ্টার এ ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন আমরা আলোচনা করব।
নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘এটা নিয়েও আমরা কাজ করছি। এটা নিয়ে অলরেডি আমরা তিন চারটা মিটিং করেছি। একদিনের জন্য আউটসোর্স করে ভাড়ায়ও পাওয়া যায় না । আবার কেনাও যৌক্তিক নয়। ৪৫ হাজার কেন্দ্রে হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে। এটা কিনে আপনি রাখবেন কীভাবে এবং এটা জাস্টিফাই করবেন কীভাবে অনেকগুলো প্রস্তাব এসেছে।