বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
চট্টগ্রামে শিবিরের ‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ’ র‍্যালি দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ ১০ দিনে প্রাথমিক নিবন্ধন করলেন ২৫ হজযাত্রী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ঐতিহাসিক জুলাই ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে : মির্জা ফখরুল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বিএনপি: আমীর খসরু

মানুষ এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়: মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’ এই কথাগুলো যিনি বারবার বলতেন, সেই শেখ হাসিনাই গত বছরের ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

জুলুম নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি– যারা লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশে আর আওয়ামী লীগ, ভারতপন্থী, মুজিববাদী রাজনীতি চলবে না।

আওয়ামী লীগের নামে আর কোনো রাজনীতি কেউ করতে পারবে না। এ দেশে চলবে বাংলাদেশ পন্থীদের রাজনীতি, ইসলামের রাজনীতি। যারা দিল্লির অ্যাজেন্ডা চাপিয়ে দিতে চাইবেন, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘জাতীয় মুক্তি দিবস’ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৫ আগস্ট) পিরোজপুরে এক গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন জামায়াত মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এর আগে সকাল ১০টায় পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়।

মাসুদ সাঈদী বলেন, দেশের মানুষ ৫৩ বছরে বহু মত-পথ ও নেতা দেখেছে। এবার তারা জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা তাদের। তিনি অভিযোগ করেন, জামায়াতকে ঠেকাতে আবারও ‘রাজাকার’ ইস্যু নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তবে জনগণ এই ‘লসের ব্যবসা’ আর পছন্দ করে না বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ আগস্ট মাসে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল আর আল্লাহ তায়ালা এই আগস্ট মাসেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। ওরা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তায়ালা ওদের রাজনীতিই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে।

জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা যাবেনা। কারণ জামায়াত শিবিরের অবস্থান এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে। যারাই জামায়াত শিবির নিষিদ্ধ আর রাজাকার রাজাকার খেলা খেলতে আসবে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, তারাই রাজনীতি থেকে হারিয়ে যাবে।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ। আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024